কীর্ত্তন মাঝে কীর্ত্তন নটরাজ।
কীর্ত্তন কৌতুক সব নাগরালি সাজ।।
গলায় দোলয়ে মালা মধুকর গান।
কপালে চন্দনচাঁদ ভুরু ফুলবাণ।।
দেখ ভাই অতি অপরূপ।
এই বিশ্বম্ভর নাচে কৃষ্ণের স্বরূপ।।ধ্রু।।
অন্তরে পরম রস কৃষ্ণ সে আপনা।
বাহিরে রাধার রূপ নিরুপম সোনা।।
প্রকৃতি পুরুষ সুখ রসে রসে এক।
প্রেমঅবতার এই দেখ পরতেক।।
প্রেম লখিমিনী কোলে কৈল গদাধর।
প্রেমানন্দে নিত্যানন্দ প্রাণ সহোদর।।
নয়নানন্দে কহে প্রেম নিগূঢ় বিচার।
অমিয়া পুতলী যেন অমিয়া আকার।।