করিব কি মুঞি করিব কি।
গোপত গৌরঙ্গের প্রেমে ঠেকিয়াছি।।ধ্রু।।
দীঘল দীঘল চাঁচর কেশ রসাল দুটি আঁখি।
রূপে গুণে প্রেমে তনু মাখা যেন দেখি।।
আচম্বিতে আসিয়া ধরল মোর বুক।
স্বপনে দেখিলুঁ হাম গোরাচাঁদের মুখ।।
বাপের কুলের মুই কুলের ঝিয়ারী।
শ্বশুর কুলের মুঞি কুলের বৌহারী।।
পতিব্রতা মুঞি সে আছিলুঁ পতির কোলে।
সকল ভাসিয়া গেল গোরা প্রেম জলে।।
কহয়ে নয়নানন্দ বুঝিলাম ইহা।
কোন পরকারে এখন নিবারিবা হিয়া।।