কলহ করিয়া ছলা আগে পহু চলি গেলা
ভেটিবারে নীলাচল রায়।
বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন
পদচিহ্ন অনুসারে ধায়।।
নিতাই বিরহে নয়ান ভেল অন্ধ।
আঠারনালাতে কাঁদি কাঁদি যান পথে
নিত্যানন্দ অবধুতচন্দ্র ।।
সিংহদ্বারেতে গিয়া মরম বেদন পাইয়া
দাঁড়াইল নিত্যানন্দ রায়।
সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি
নীলাচলবাসীরে শুধায়।।
জম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ খানি
অরুণ চরণ পীতবাস।
অনুক্ষণ লোচনে প্রেম বারি ঝর ঝর
ধারা বহত দৌ পাশ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সঘনে বোলত
নূতন কিশোর বয়েস।
গোবিন্দদাস কহে মুই সে দেখলুঁ
সর্ব্বভৌম মন্দিরে প্রবেশ।।