আস্য আস্য বিনোদিনী বস্য সিংহাসনে।। তুয়া বিনে তিমির দেখিয়ে বৃন্দাবনে।। তুয়া নাম জপি আমি সুনিয়ম করি। তুয়া পূণ্যফলে আমি জগতের হরি।। তোমার লাগিঞা আমি বৃন্দাবন করিলাম গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম।। চান্দ বিনে অমিয়া পরাণ বিনে তনু। চিত্রের পুতলী রাই আমি তোমা বিনু।। মনেতে রাখিহ রাই রাখিহ মোরে মনে। দুগাছি নূপুর হব ও রাঙ্গা চরণে।। […]
keyboard_arrow_right