কানু অভিসারে চললি বর সুন্দরি
শীতল বৃন্দাবন মাঝে।
গুরুয়া নিতম্বভরে চলই না পারই
যৈছে চলয়ে হংসরাজে।।
চলিতে কবরী দোলে বান্ধল বকুল মালে
মধুকর মধু পিবি ভোরা।
তার মাঝে দোলে ঝাঁপা যেমন পাটের থোপা
নীলবসন মণি মোড়া।।
মুখানি কনক ইন্দু ভালে সে সিন্দূর বিন্দু
কুমকুম কস্তুরী তাহে সাজে।
দেখিয়া চমক লাগে দিনে কিবা উপরাগে
রাহু পায়ল দ্বিজ রাজে।।
নাসিকা তিলের ফুল কি দিয়া করিব তুল
বিমল মুকুতা নাক সোণা।
যেদিকে পয়ান করে মদন কাপয়ে ডরে
অঙ্গ ধরয়ে কোন জনা।।