কদম্ব মঞ্জরী কানে। রৈয়া রৈয়া পড়ে মনে।। চূড়া কই ধড়া কই। পায়ের বাধা তা কৈ।। গোপ বেশ বেণু কর। নব কিশোর নটবর।। আমরা ব্রজের ব্রজাঙ্গনা। রাধা মন্ত্রে উপাসনা।। যুগল প্রেমের অধিকারী। যুগল ছাড়া রৈতে নারি।। বান্ধ চূড়া দেখে যাই। রাই সুধালে বলতে চাই।। কুব্জা হৈল পাটের রাণী। রাধা ব্রজের কাঙ্গালিনী।। তুমি তেমন তিরিভঙ্গ। পেয়েছ কুবুজার […]
keyboard_arrow_right