একেত করিল বিধি কুলবতী বালা।
তাহার অধিক দুখ মদনের জ্বালা।।
যদি বা জুড়াইতে চাহি কাল মেঘের কোলে।
কালিয়া পড়িলে মনে দ্বিগুণ উথলে।।
নিষেধ করহ বাঁশী এমন কেনে করে।
অবলা বধিলে বধ লাগিবে কাহারে।।