কাঁহারে মোর পিয়া।
দুখের সময় প্রাণ বাঁচালি গো কৃষ্ণ নাম কৈয়া।।
আমি এই এখনি মৈর‍্যাছিলাম।
কৃষ্ণ নাম শুনি পরাণ পাইলাম।।
যে নামে প্রাণ দান দিলি।
সে কৃষ্ণকে কোথায় রাখিলি।।
তোরা ব্রজের গোপনারী।
ব্রজে আস্‌ছে নাকি বংশীধারী।।
বৈল নিঠুরের আগে।
অভাগি দরশ মাগে।।
যার লাগি যেজন মরে।
সে বধ লাগে কাহারে।।
সুমেরু সমান ছিল।
তৃণ হৈতে অধিক হৈল।।
রাধা ছিল রূপের ডালি।
সে অঙ্গ হৈয়াছে কালি।।
বৈল কৈয় আমার হৈয়া গো।।