কাঁদিয়া সাজায় রাণী বন ফুল কতই আনি
থরে থরে সাথে কত বাঁধে।
টানিয়া বান্ধিল চূড়া নব গুঞ্জা তাহে বেড়া
শিখিপুচ্ছ শোভে নানা ছাঁদে।।
কিবা সে গ্রীবার শোভা মদনের মনোলোভা
গোরোচনা তিলক সুভালে।
হিয়ে হার মণি জ্বলে বনমালা দোলে গলে
অমূল্য মুকুতা নাসা নালে।।
অঙ্গদ বলয়া করে শোভিতেছে থরে থরে
চন্দন চর্চ্চিত শ্যাম তনু।
পরায়েছে পীত ধরা তাহাতে ঘাঘর বেড়া
চলইতে বাজে রুনু ঝুনু।।
রাতুল ধরার খোপা দুদিগে দুলিছে ঝাঁপা
বঙ্করাজ সনে করি খেলা।
খেণে খেণে উড়ে বায় আসিয়া লাগিছে পায়
নূপুর সহিতে কর খেলা।।