• অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে
    অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে। ধু কালিআ কালিআ করি ঝুরিয়া ঝুরিয়া মরি কালা হৈল প্রাণের বৈরী। আখির পোতলী করি বন্ধুরে রাখিতে নারি অঝরণে ঝরে দুইটি আখি। কহে আইনদ্দিনে রাই চলরে ধেনুরে জাই। রাধা আর নন্দের নন্দন পাই keyboard_arrow_right
  • বঁধু তুমি কঠিন পরাণ
    বঁধু তুমি কঠিন পরাণ। ইবে মোরা জানি অনুমান।। কেন তুমি বিরস বদন। কহে যত গোপী সখীগণ।। ওহে তুমি বিদগধ রায়। মো সবারে হেন না জুয়ায়।। স্ত্রীবধ পাতকী ভয় পাবে। মরিব তোমার নিজ ভাবে।। দাঁড়াইয়া দেখহ আপনে। হয় নয় বুঝ নিজ মনে।। একে একে ব্রজের রমণী। হেঁট মাথে খুঁটয়ে ধরণী।। পাসরিলে সে সব পীরিতি। পরিণামে হেন […] keyboard_arrow_right
  • বঁধুর আদর দেখি অনাদর
    বঁধুর আদর দেখি অনাদর কহেন কামিনী যত। তুমি সুনাগর গুণের সাগর কি জানি তোমার রীত।। হাসি রসাইয়া কুল ভাঙ্গাইয়া নিদানে এমতি কর। এ নহে উচিত তোর অনুচিত কালিয়া-বরণ-ধর।। কালিয়া বরণ ধরয়ে যে জন বড়ই কঠিন সেহ। তা সনে পীরিতি না জানি এ গতি এবে সে জানিল এহ।। তখন প্রথমে পীরিতি করিলে দেখাইলে আকাশের চাঁদ। কত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ