বঁধুর আদর দেখি অনাদর
কহেন কামিনী যত।
তুমি সুনাগর গুণের সাগর
কি জানি তোমার রীত।।
হাসি রসাইয়া কুল ভাঙ্গাইয়া
নিদানে এমতি কর।
এ নহে উচিত তোর অনুচিত
কালিয়া-বরণ-ধর।।
কালিয়া বরণ ধরয়ে যে জন
বড়ই কঠিন সেহ।
তা সনে পীরিতি না জানি এ গতি
এবে সে জানিল এহ।।
তখন প্রথমে পীরিতি করিলে
দেখাইলে আকাশের চাঁদ।
কত মুখে হাসি বচন সেচন
এবে সে পাতিলে ফাঁদ।।
হৃদয় যাকর কালিয়া বরণ
সে মেনে কঠিন বড়ি।
হাসিতে হাসিতে পীরিতি করিলে
এবে সে হইল গাড়ি।।
আমরা হইয়ে কুলের বৌহারি
কি বলিতে মোরা পারি।
তাহার উচিত করিলে বেকত
শুনহ প্রাণের হরি।।
চণ্ডীদাস কহে শুন বিনোদিনি
সকল স্বপন সম।
কানুর ঐছন পীরিতি কেবল
কেনবা করিছ ভ্রম।।