• ওগো রাই মুই কেনে আইলাম জলে
    ওগো রাই, মুই কেনে আইলাম জলে। দেখিলুম বন্ধের রূপ ঐ কদম তলে।। ধু ফুলেরমালা গলে রে চম্পারমালা দোলে। পুষ্পহার গলে দিয়া নাচে কদমতলে।। সখীর সঙ্গে আইলাম জলে জলভরি গেল তারা। শ্যামরূপ নিরখিতে আমার কলসী না গেল ভরা।। যমুনার জলেরে যাইতে ননদী দিল বাধা। ভাঙ্গিল কাঁখের কলসী হাতে রৈল কাঁধা।। মুরলী বাজাএ শ্যাম কদমতলে বসি। শুনিতে […] keyboard_arrow_right
  • গোপী-শ্যাম প্রেমের রসাগার রাধাকানু পিরীতি নাগর
    গোপী-শ্যাম প্রেমের রসাগার রাধাকানু পিরীতি নাগর।।ধু নিত্য মাঠে থাকে হরি রাখোয়াল সঙ্গে করি, বংশীর ঠমকে গায় গীত। শুনি মূরলীর ধ্বনি, কম্পিত রাধার প্রাণি, পিরীতি বিরহে দহে চিত।। করুণ বংশীর স্বরে, দেব মুনি জ্ঞান হরে, আর হৃদে জাগে পঞ্চবাণ। পঞ্চবাণ বংশীসুর, জ্ঞান গর্ব করে দূর, জাতি ধর্ম লাজ কুল মান।। রাধা সে বংশীর নাদে, মাঠে গেলা […] keyboard_arrow_right
  • রাখিমু তোরে হিয়ার মাঝারে
    রাখিমু তোরে হিয়ার মাঝারে পরাণ যতন করি রাখিমু তোমারে। ধু যমুনাতে আনাগোনা কদমতলে থানা। মুই নারীর বাড়ীতে আইতে তোরে কে করিবে মানা।। যেখনে পিরীতি কৈলা মিঠামিঠা বাণী। গলে প্রেফাঁসি দিয়া নিতে চাহ প্রাণি । কহে হীন চম্পা গাজী শুন প্রাণেশ্বরী। এবে তোমার প্রেমে নাম জপে হরি।। keyboard_arrow_right
  • রাধা কানু সর্বত্রে বিলাসী
    রাধা কানু সর্বত্রে বিলাসী। রাধিকার মন মাঝে কালিয়া শ্যামের বাঁশী।। ধু জগতে ব্যাপিত আছে কৃষ্ণ যার নাম। সকল গোকুলে সে রাধার বন্ধু শ্যাম।। সোম রবি যার রূপ দেখি লজ্জা পায়। সেই গীত সতত রাধার মনে গায়।। সাহা কেয়ামদ্দিন গুরু প্রেমাগানে বশ। রাধা সঙ্গে বনমালী ভোগে প্রেমরস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ