গোপী-শ্যাম প্রেমের রসাগার রাধাকানু পিরীতি নাগর।।ধু
নিত্য মাঠে থাকে হরি রাখোয়াল সঙ্গে করি, বংশীর ঠমকে গায় গীত।
শুনি মূরলীর ধ্বনি, কম্পিত রাধার প্রাণি, পিরীতি বিরহে দহে চিত।।
করুণ বংশীর স্বরে, দেব মুনি জ্ঞান হরে, আর হৃদে জাগে পঞ্চবাণ।
পঞ্চবাণ বংশীসুর, জ্ঞান গর্ব করে দূর, জাতি ধর্ম লাজ কুল মান।।
রাধা সে বংশীর নাদে, মাঠে গেলা কাম সাধে জল-ছলে কালিন্দীর কুলে।
হীন আলি রাজা ভণে, রাধা কানু রতি রণে, প্রেমলীলা কদম্বের,তলে।