• এ কথা শুনিয়া কৃষ্ণ বলরাম
    এ কথা শুনিয়া কৃষ্ণ বলরাম লইল বসন কাড়ি। পরিলা বসন ভাই দুই জন তাহে মল্লবেশ ধরি।। কাড়িয়া বসন মৃত্তিকা ভূষণ রাঙ্গা ধূলা মাখি গায়। নিবিড় বসন বান্ধিল সঘন পীত ধড়া দিল তায়।। নবীন মুঞ্জরী পরি দুটি ভাই সমান দোঁহার বেশ। দেখিয়া মূরতি অনুপম বেশ ভুলল মথুরা-দেশ।। শুনে কংস রাজা কৃষ্ণ বলরাম আসি ধরে মল্লবেশ। রজক […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া কৃষ্ণ বলরাম
    এ কথা শুনিয়া কৃষ্ণ বলরাম লইল বসন কাড়ি। পরিলা বসন ভাই দুই জন তাহে মল্লবেশ ধরি।। কাড়িয়া বসন মৃত্তিকা ভূষণ রাঙ্গা ধূলা মাখি গায়। নিবিড় বসন বান্ধিল সঘন পীত ধড়া দিল তায়।। নবীন মঞ্জরী পরি দুটি ভাই সমান দোঁহার বেশ। দেখিয়া মুরতি অনুপম বেশ ভলল মথুরা দেশ।। শুনে কংস রাজা কৃষ্ণ বলরাম আসি ধরে মল্লবেশ। […] keyboard_arrow_right
  • কি শুনি দারুণ কুলিশ যেমন
    “কি শুনি দারুণ কুলিশ যেমন মাথায় পড়িয়া গেল। আচম্বিতে হেরি এই সে অক্রূর কোথা বা হইতে এল।। পরাণ লইতে এই তার চিতে স্ত্রী-বধ পাতকী লাগি। এ সব গোকুল আকুল করল সবার বধের ভাগী।। কিবা দেখ নন্দ ঘুচিল আনন্দ বেড়ল আপদ আসি। সুখ গেল দূর দুখ রহে পাশে কেমনে বঞ্চিব নিশি।।” দর দর দর হিয়া জর […] keyboard_arrow_right
  • তুমি নিদারুণ নও
    “তুমি নিদারুণ নও। তুমি ছাড়ি যাবে উচিত কহিবে নিশ্চয় করিয়া কও।। তখন করিলে অনেক যতন সে সব বিসর এবে। নাহি পড়ে মনে কদম্ব- কাননে কি বোল বলিলে তবে।। তোমার বচন পাষাণ-নিশান এবে সে রাঙ্গের পারা। পুরুষ-বচন নহে নিবারণ এ দেখি যেমন ধারা।। কুন্দ্র দরশন বেড়ায় যখন এ নাহি লুকয়ে আর। যেমন বচন সুচল সুচন দেখহ […] keyboard_arrow_right
  • যতক্ষণ নয়নে চাও ও রথ দেখিতে পাও
    যতক্ষণ নয়নে চাও ও রথ দেখিতে পাও দেখ ধ্বজ উড়নি সুন্দর। তবে সে চৈতন্য আছে সারি সারি গোপীমাঝে যবে শুনি গমন উত্তর।। গগনে উঠয়ে ধূলি যবে রথ চলে ভালি ঘোড়ার শবদ উতরোল। যবে না দেখল ধ্বজ পড়ল ধরণীমাঝ আর দশা আসি ভেল ভোর।। পড়িয়া সকল জনে ঠারে করে অনুমানে “প্রিয়া মাথুর দূরদেশে। বধিয়া রমণীগণ এমন […] keyboard_arrow_right
  • শুন গো রাধিকা চাঁপার কলিকা
    শুন গো রাধিকা চাঁপার কলিকা অধিক উজর কে। কত কোটী চাঁদ উদয় করেছে একলা তোমার দে।। তুয়া একপদে চাঁদ শত নিন্দে দন্ত অধিক শোভা। তোমার তরাসে উছলি আকাশে দেখিয়া ও রূপ আভা।। কেবা তোমার অধিক উজর তোমার অঙ্গের মলা। বিধি আগে আনি ভাঙ্গি খানি খানি ধরে মোর ষোল কলা।। সিন্দুর-ফোঁটা অধরের ছটা অরুণ কাঁপিতে থাকে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ