যতক্ষণ নয়নে চাও ও রথ দেখিতে পাও
দেখ ধ্বজ উড়নি সুন্দর।
তবে সে চৈতন্য আছে সারি সারি গোপীমাঝে
যবে শুনি গমন উত্তর।।
গগনে উঠয়ে ধূলি যবে রথ চলে ভালি
ঘোড়ার শবদ উতরোল।
যবে না দেখল ধ্বজ পড়ল ধরণীমাঝ
আর দশা আসি ভেল ভোর।।
পড়িয়া সকল জনে ঠারে করে অনুমানে
“প্রিয়া মাথুর দূরদেশে।
বধিয়া রমণীগণ এমন জানয়ে কোন
পীরিতি ছাড়ল নব লেশে।।
স্বপনে জানিথু যদি সে হেন গুণের নিধি
লুকাইথু হৃদয়-মাঝারে ।
আসিয়া অক্রূর রায় আয়ল শমন-প্রায়
প্রবেশিলা গোকুল-নগরে।।
হরি লয়ে গেল দূর তার মনোরথ পূর
মথুরা-নগরী পুণ্যবান্‌।
হেরিব নয়ান ভরি পাইয়া গোলোক-হরি
গোকুল হইল বন সম।।”
* * * * * *
* * * *
চণ্ডীদাস পড়ি কাঁদে হিয়া স্থির নাহি বান্ধে
রাধা সে পড়িয়া আছে ভূমে।।