• আর কি বলিব সখি
    আর কি বলিব সখি। এ কুল ও কুল দুকুল মজিল বড় পরমাদ দেখি।। শাশুড়ী ননদী গঞ্জে দিবারাতি তাহা বা সহিব কত। পাড়ার পড়শী ইঙ্গিত আকারে কুবচন বলে যত।। অবলা-পরাণে এত কিনা সয় শুন গো পরাণ-সই। মরম-বেদন যতেক যাতন আপনা বলিয়া কই।। এ ঘরকরণ কুলের ধরম ভরম সরম গেল।। কলঙ্কিনী বলি জগৎ ভরিল নিশ্চয় মরণ ভেল।। […] keyboard_arrow_right
  • এস এস বন্ধু করুণার সিন্ধু
    এস এস বন্ধু করুণার সিন্ধু রজনী গোঙালে ভালে। রসিকা রমণী পেয়ে গুণমণি ভালত সুখেতে ছিলে।। নয়ানে কাজর কপালে সিন্দুর ক্ষতবিক্ষত হে হিয়া। আঁখি ঢর ঢর পরি নীলাম্বর হরি এলে হর সাজিয়া।। ধিক্‌ ধিক্‌ নারী পর-আশাধারী কি বলিব বিধি তোয়। এমত কপট ধৃষ্ট লম্পট শঠ হাতেতে সঁপিলি মোয়।। কাঁদিয়া যামিনী পোহালাম আমি তুমি ত সুখেতে ছিলে। […] keyboard_arrow_right
  • এস এস বন্ধু করুণার সিন্ধু
    এস এস বন্ধু করুণার সিন্ধু রজনী গোঙালে ভালে। রসিকা রমণী পেয়ে গুণমণি ভাল ত সুখেতে ছিলে।। নয়ানে কাজর কপালে সিন্দুর ক্ষতবিক্ষত হে হিয়া। আঁখি ঢর ঢর পরি নীলাম্বর হরি এলে হর সাজিয়া।। ধিক্‌ ধিক্‌ নারী পর আশাধারী কি বলিব বিধি তোয়। এমত কপট ধৃষ্ট লম্পট শঠ হাতেতে সঁপিলি মোয়।। কাঁদিয়া যামিনী পোহালাম আমি তুমি ত […] keyboard_arrow_right
  • গৌরসুন্দর পহু নদীয়া উদয় করি
    গৌরসুন্দর পহু নদীয়া উদয় করি ভুবন ভরিয়া প্রেম-দান। পামর পাষণ্ড আদি দীন হীন ক্ষীণ জাতি উদ্ধারিল দিয়া হরি-নাম।। ঠাকুর গৌরাঙ্গের গুণ শুনিতে পরাণ কান্দে। অগেয়ান যত জন দেখিয়া অথির মন হরিবোল বলি মন বান্ধে।। গদাধর দেখি কান্দে মন থির নাহি বান্ধে করে ধরি স্বরূপ রামানন্দে। পহু মোর শ্রীপাদ বলি লোটায় ধরণী-ধূলি কোলে করি কান্দে নিত্যানন্দে।। […] keyboard_arrow_right
  • ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক
    ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক। মুকুর লইয়া চাঁদমুখখানি দেখ।। নয়ানের কাজর বয়ানে লেগেছে কালর উপরে কাল। প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলাম দিন যাবে আজ ভাল।। অধরের তাম্বুল বয়ানে লেগেছে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও নয়ন ভরিয়া দেখি।। চাঁচর কেশের চিকণ চূড়া সে কেন বুকের মাঝে। সিন্দুরের দাগ আছে সর্ব্বগায় […] keyboard_arrow_right
  • ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক
    “ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক। মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখ।। নয়ানের কাজর বয়ানে লেগেছে কালর উপরে কাল। প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলাম দিন যাবে আজ ভাল।। অধরের তাম্বুল বয়ানে লেগেছে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও নয়ন ভরিয়া দেখি।। চাঁচর কেশের চিকণ চূড়া সে কেন বুকের মাঝে। সিন্দূরের দাগ আছে […] keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া বরজরাজ
    প্রভাতে উঠিয়া বরজরাজ। সকালে চলিলা ধেনু সমাজ।। সখাগণ আসি মিলল তাই। আনন্দ বাঢ়ল ও মুখ চাই।। গাভীগোহন করিয়া কান। সুবলের সনে নিভৃতে যান।। পুছত সুবল হেরিয়া মুখ। কি ভেল আজুক রজনি সুখ।। কহত নাগর করি প্রকাশ। ভণতহিঁ রস শেখরদাস।। keyboard_arrow_right
  • বঁধু ছাড়িয়া না দিব তোরে
    বঁধু, ছাড়িয়া না দিব তোরে। মরম যেখানে রাখিব সেখানে হেন মোর মনে করে।। লোক হাসি হউ যার জাতি যাউ তবু না ছাড়িয়া দিব। তুমি গেলে যদি শুন গুণনিধি আর কোথা তুয়া পাব।। আঁখি পালটিতে নাহি পরতীতে থুইতে সোয়াস্তি নাই। এখন মরণ দশা উপজল জুড়াব কোন বা ঠাঁই।। কাহারে কহিব কেব পিত্যাইব আমার যাতনা যত। তোমার […] keyboard_arrow_right
  • বঁধু, ছাড়িয়া না দিব তোরে
    “বঁধু, ছাড়িয়া না দিব তোরে। মরম যেখানে রাখিব সেখানে হেন মোর মনে করে।। লোক-হাসি হউ যায় জাতি যাউ তবু না ছাড়িয়া দিব। তুমি গেলে যদি শুন গুণনিধি আর কোথা তুয়া পাব।। আঁখি পালটিতে নহে পরতীত থুইতে সোয়াস্তি নাই। এখন মরণ দশা উপজল জুড়াব কোন বা ঠাঁই।। কাহারে কহিব কেবা পতিয়াব আমার যাতনা যত। তোমার কারণে […] keyboard_arrow_right
  • বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে
    বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে। গো-ধেনু লইয়া রঙ্গে চলে কানু আন সঙ্গে চলিলে চলিতে সুরঙ্গ সিঙ্গাটি বাজে । ধু আগে পাছে শত ধেনু তার মাঝে রামকানু সঙ্গে করি বলরাম ভাই। সবে বোলে ভাই কানু-রামে লইল শিঙ্গা বেণু তার সাথে চল গীত গাই। দিল্লীর আগে বিস্তর দূর তার মাঝে ইসলামপুর তাতে রামকানু করে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ