আর কি বলিব সখি।
এ কুল ও কুল দুকুল মজিল
বড় পরমাদ দেখি।।
শাশুড়ী ননদী গঞ্জে দিবারাতি
তাহা বা সহিব কত।
পাড়ার পড়শী ইঙ্গিত আকারে
কুবচন বলে যত।।
অবলা-পরাণে এত কিনা সয়
শুন গো পরাণ-সই।
মরম-বেদন যতেক যাতন
আপনা বলিয়া কই।।
এ ঘরকরণ কুলের ধরম
ভরম সরম গেল।।
কলঙ্কিনী বলি জগৎ ভরিল
নিশ্চয় মরণ ভেল।।
চণ্ডীদাসে বলে শুন বিনোদিনি
সে শ্যাম তোমার বটে।
কি করিতে পারে গুরু দুরুজনা
কানু সে রয়েছে বাটে।