• ঐ রূপ দেখাইয়া গো গেল, অবুলা বধিয়া
    ঐ রূপ দেখাইয়া গো গেল, অবুলা বধিয়া।। অবুলা বধিয়া গো সখি অবুলা বধিয়া। একাকী নিরালা ঘরে আছিলাম সুইয়া।। আছানক কি দেখিয়া উঠিলু কান্দিয়া গো সখি। মুখেতে মধুর হাসি গলে মালা দিয়া।। কালিয়ার কাজল আংখি প্রাণী নেয় কাড়িয়া গো সখি । নিরলে বন্দুয়া আইসে রাজ পন্থে দিয়া।। আবুল হুছন রইলা ঐ পন্থ হারিয়া গো সখি, আবুলা […] keyboard_arrow_right
  • নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া
    নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া। দেখ গো আসিয়া সখি দেখ গো আসিয়া।। গেছিলাম যমুনার জলে কলসী লইয়া। দু নয়ান জলে নিল আমার কলসী ভাসাইয়া।। যে যাইব জলের ঘাটে নতুন যৌবন লইয়া। ঐ বন্দের চরণে দিব কুল মান সপিয়া।। আবলু হুছনে বলে সেরূপ না পাইয়া। নয়ানের পলক বাদী দেখিলাম ভাবিয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ