• দক্ষিণ নয়ান মোর নাচে আচম্বিতে
    দক্ষিণ নয়ান মোর নাচে আচম্বিতে। গা মোর আলাঞা পড়ে সুখ নাহি চিতে।। চাঁদ পানে চাহিতে পরাণ চমকয়। প্রিয়-সখীর প্রিয় বোল গায় নাহি সয়।। ফুল-শেজে শুতিলে সদাই কাঁটা বাজে। কত না পাইব দুখ লম্পটের কাজে।। এখন আসিয়া যদি দেয় দরশন। মিটয়ে মনের সাধ জুড়ায় নয়ন।। দেখি আর দণ্ড দুই রহি প্রতি আশে। চন্দ্রশেখর-পহু আসে কিনা আসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ