• চলহ সখী নাগরী মান তুমি পরিহরি
    চলহ সখী নাগরী মান তুমি পরিহরি, দেখ আসি নন্দকি রায়। ধু যত কূল ব্রজনারী, অঞ্জলি ভরি ভরি, আবীর ক্ষেপেন্ত শ্যাম গায়। ক্ষণে যায় যমুনার জলে, ক্ষণে ক্ষণে তরুমূলে, ক্ষণে ক্ষণে বাঁশিটী বাজাএ। শুনিয়া বাঁশির তান্, ত্যজে মানীর মান, শ্রুতি মন নিত্য তথা ধায়।। কহে নাছির মহম্মদে, ভজ রাধে শ্যামপদে, বিলম্ব করিতে না যুয়াএ।। keyboard_arrow_right
  • দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি
    দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি আওল সঙ্গে বলরাম। যশোমতী হেরি মুখ পাওল মরমে সুখ চুম্বয়ে চান্দ-বয়ান।। কহে শুন যাদুমণি তোরে দিব ক্ষীর-ননী খাইয়া নাচহ মোর আগে। নবনী-লোভিত হরি মায়ের বদন হেরি কর পাতি নবনীত মাগে।। রাণা দিল পূরি কর খাইতে রঙ্গিমাধব অতি সুশোভিত ভেল তায়। খাইতে খাইতে নাচে কটিতে কিঙ্কিণী বাজে হেরি হরষিত ভেল মায়।। নন্দ-দুলাল নাচে […] keyboard_arrow_right
  • দারুণ বন্ধের লাগি প্রেমবিষে জ্বলে তনু রে
    দারুণ বন্ধের লাগি, প্রেমবিষে জ্বলে তনু রে, মন নিরোধ না মানে। ধু প্রেমবাণ তোলাইল অই দূর দেশী , প্রেমরস ডোরে বান্ধি হৈল পরবাসী।। নিত্যপন্থ হেরি থাকি কাঁদি ঝর ঝর, জর জর হৈল হিয়া কাঁপে থর থর। দেশান্তরী মিত্র নহে জানিলুম এখানে, এক সঙ্গে না ভুলে না রহে একস্থানে।। আলিরাজা ভণে প্রেম অতনুর ধনু, প্রেমানল বিষ-বাণে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ