• আমি বনে ভাসি রে আমি বনে ভাসি
    আমি বনে ভাসি রে, আমি বনে ভাসি। ধু হাসি হাসি বনে ভাসি দিনগেল বহিআ। না পূরিল মনের সাধ যাইমু কি না লইআ।। ভরিয়া সুবর্ণের ভরা ভাসাইলুম তরঙ্গে। কেহ করে হাসি খেলি (কেলি ?) কহে যাএ রঙ্গে।। বনে লইয়া বনস্পতি তরুআ গাম্ভারি। চালাইলে না চলে ভুর ভরা হৈল গাঢ়ি (ভারি ?)।। কহে নাছিরদ্দিনে কি কাম করিলুম। […] keyboard_arrow_right
  • কি রূপ দেখিনু সই সই
    কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্‌রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ