• কানু বিনে রাধার না লয় আন চিত
    কানু বিনে রাধার না লয় আন চিত, জগতের কায় মনে যার যন্ত্র গীত। ধু প্রেম বিনু রাধাএ না জানে কোন কাম, অষ্ট অঙ্গে রাধার নিঃস্বরে শ্যাম নাম।। ভক্ষ্য নিদ্রা ত্যজি রাধা শ্যাম-প্রেমে বশ, সততে হরির সেবা অমূল্য পরশ। গুরুর চরণে হীন আলি রাজা ভণে, জন্মে জন্মে ভক্ত রাধা হরির চরণে।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীবৃষভানুতনি
    জয় জয় শ্রীবৃষভানুতনি। অবনী উয়ল থির বিজুরী জিনি।। অরুণ অধর মুখ চন্দ্র হেন ভাস। উগারে অমিয়া তাহে মৃদুমন্দ হাস।। নয়নযুগল শ্রুতি অতি মনলোভা। করপদতল এই অষ্ট পদ্মশোভা।। মুখইন্দু গণ্ডযুগ ভালে অর্দ্ধ চান্দে। করপদনখে কত বিধু পড়ি কান্দে।। কনকমৃণাল ভুজ নাভি সরোবর। এ দাস উদ্ধব হেরি চিত মনোহর।। keyboard_arrow_right
  • বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ
    বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ। প্রতিপক্ষ-সভা চহুঁ-ওর বহু। যব নন্দ-সুনন্দন পাদে পড়ে। তব কোপ বঢ়ে অভিমান চঢ়ে।। নিজ-সঙ্গি-সখী-গণ-হীত-কথা। শুনি ভালে উঠায়লি ভাঙ-লতা।। বিহি চীত-উচীত সুদণ্ড কিয়া। অব খর্ব্ব ভয়ো সব গর্ব্ব তুয়া।। অধিরূঢ় অহঙ্কৃতি ভদ্র নহে। শশিশেখর বেরহি বের কহে।। keyboard_arrow_right
  • রাধার বেশে শোভা বনাইছে
    রাধার বেশে শোভা বনাইছে চিকুর আঁচরি চুল। তাহে সুগন্ধিত আগরু চন্দন বেড়িয়ে মল্লিকা ফুল।। বেণীর সুছাঁদ দৃঢ় করি বাঁধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল-জাদ সাখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝল মল শ্রীমুখমণ্ডল ভালে সে সিন্দুর ফোঁটা। তার মাঝে মাঝে চন্দনের বিন্দু আঙ্গুলি বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ