বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ।
প্রতিপক্ষ-সভা চহুঁ-ওর বহু।
যব নন্দ-সুনন্দন পাদে পড়ে।
তব কোপ বঢ়ে অভিমান চঢ়ে।।
নিজ-সঙ্গি-সখী-গণ-হীত-কথা।
শুনি ভালে উঠায়লি ভাঙ-লতা।।
বিহি চীত-উচীত সুদণ্ড কিয়া।
অব খর্ব্ব ভয়ো সব গর্ব্ব তুয়া।।
অধিরূঢ় অহঙ্কৃতি ভদ্র নহে।
শশিশেখর বেরহি বের কহে।।