• এ ঘর-দুয়ার জেন লাগে বিষ
    এ ঘর-দুয়ার জেন লাগে বিষ তাহার লাগিয়া কই। রাতি দিন লোরে আখি না চলয়ে হরি হরি করি রোই।। শয়নে সপনে আন নাহি মনে সদাই সে গুণ গাই। আহার ভোজন কিছু না রুচয়ে তোমারে কহিল এই।। জদি বা কখন সাধু প্রয়োজন ঘুমেতে নয়ন টল । সপনে সদাই বরণে লেখিয়ে নিরবধি দেখি কাল।। বড় নিদারুণ অতি নিকরুণ […] keyboard_arrow_right
  • শুন ওগো সই আর তোমা বই
    শুন ওগো সই আর তোমা বই কহিব কাহার কাছে। লোক-মুখে শুনি ইহা বলে লোক কানু সনে রাধা আছে।। গোকুল-নগরে গোপের মাঝারে এতদিন আছি মোরা। লোকমুখে শুনি কখন বা চিনি কানু কালা কিবা গোরা।। ঘরের ঘরণী আছে কাল বাদিনী পাপমতি ননদিনী। শুনাইয়া মোকে আর কাকে ডাকে আইস শ্যাম সোহাগিনি। কিবা সে শ্যাম কানু কার নাম তাহা […] keyboard_arrow_right
  • হাতে হইতে পিছলিআ কুথারে পড়িল গিআ
    “হাতে হইতে পিছলিআ কুথারে পড়িল গিআ কোন খানে দেখিতে না পাই।” আকুল হইআ চিত্তে– “গেলা শিশু কোন ভিতে মাঝ পথে তুমারে হারাই।।” কান্দে উচ্চ সুরএ– “পরাণ বের‍্যাতে চাএ শিশু হয়া এমত বঞ্চনা। মোথুরা জাইতে সাধ দিলে এত বিসম্বাদ মাঝ দরিআতে দিলে হানা।। কি বলিব ঘরে গিআ হেন পুত্র হারাইআ দৈবকীরে কি বোল বলিব। মাঝ-পথ জমুনাতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ