• ঝলক নাচে মোর রঙ্গ শ্যাম
    ঝলক নাচে মোর রঙ্গ শ্যাম। ধু চৌদিকে দেয়ালি দিয়া করতালি রসবতী আনন্দ বিভোর। রূপে ঝলমল নয়ানে কাজল পিষ্টে দোলে পাটকি ডোর। চূড়াটি বানাইয়া বামে টালাইয়া ধেনু চরাইতে যায়। যতেক গোপিনী কাম তরঙ্গিনী সঙ্গে রঙ্গে গীত গায়। কহে ফতে খানী যো হি পাইল ধনি সোহি পুরুখ বর জান। পূরল মনোরথ সকল কলাবত শ্রীআলাওল খান। keyboard_arrow_right
  • রে শ্যাম বিশেষ চাতুরি ছোড়
    রে শ্যাম বিশেষ চাতুরি ছোড় । কপট না কর কোঁর।।ধু আছিলা কথাএ শ্যাম সুধামএ স্বরূপে কৈঅরে এথা। হামো পরিহরি কার সনে নিশি রজনী গোআইলা কথা।। নিশি উজাগর নআন রাতুল বআন ঝামর ভেল। কোন বিদগধি কাম কলা নিধি রছ (রস) নিঠুরিআ (?) গেল।। অহনিশি জাগি নিদে ডগমগি নআন ওহার সাখি। জে হেন চকোর দেখি দিবাকর উরিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ