• কালারূপ কি হইল মোরে
    কালারূপ কি হইল মোরে। জাগিতে ঘুমাতে চাহি চারি ভিতে চাহিতে চেতন হরে।।ধ্রু।। দর্শন না হৈতে আকুল হই চিতে ভাসিয়ে নয়ননীরে। তাথে পাঁচবাণ দগধে পরাণ কি করে চেতন-চোরে।। কি করি উপায় ছাড়ান না যায় বান্ধিল প্রেমের ডোরে। আনন্দের ধাম কহে শিবরাম কি আর এ ঘোর ঘরে।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারী ব্রজজীবন নন্দলাল।।ধ্রু।। সুরঙ্গ পাগ শিরে টেড়ি শোভে বাঁকে নয়ন বিশাল। তা পরে ময়ূর চন্দ্রিকা বিরাজে রতনকি পেচ রসাল।। ঘুঙ্গুর ওয়ালি অলকে ঝলকে উরে মোতিয়নকি মাল। মুরলি বাজাওয়ে রীঝ রিঝাওয়ে শুনি ধনি রহত সাম্ভাল।। নাসায় মুকুতা বেশর ঝলকে মদগজমধুরিম চাল। কৃষ্ণদাস প্রভু এই কৃপা কিজে ভেট মোহে মদন গোপাল।। keyboard_arrow_right
  • তোড়ইতে কুসুম চলল যব রাই
    তোড়ইতে কুসুম চলল যব রাই। নাগর বাহু পসারল তথি যাই।। সুবদনি গরবিনি হিয়ে অভিলাষ। ঝূটহি কাঁদল তাহে মৃদু হাস।। অসূয়াদি ভাবে ভরল সব অঙ্গ। জলদ অরুণ দিঠি কতহুঁ বিভঙ্গ।। হেরয়ে কোই জনি ভয় ভেল তায়। ভাঙ-বিভঙ্গ রোখে পুন চায়।। ইহ কিলকিঞ্চিত-ভূষিত গোরি। কানু পটাঞ্চলে ধরই বিভোরি।। পদ আধ চলই চলই নাহি পার। ইহ যদুনন্দন কহ […] keyboard_arrow_right
  • বিনোদিনী না কর চতুরপণা
    বিনোদিনী না কর চতুরপণা। ভাঁড়িয়া আমারে হিয়ার মাঝারে লইয়া যাইছ সোনা।।ধ্রু।। নিবেদন করি শুন লো সুন্দরি সহজে তোমরা ধনী। দধি ঘৃত দেখি যাহ বিলাইয়া তবে সে মহিমা জানি।। শ্রীরাধা – গোয়লা ধরম রাখিতে গোধন ফিরহ গহন বনে। পথে লাগি পায়্যা পরনারী লয়্যা সাধ করিয়াছ মনে।। সখীগণ – নাগর নাগরী রসের চাতুরী শুনি হাসে সখীগণে। অনুগা […] keyboard_arrow_right
  • বিনোদিনী না কর চাতুরীপনা
    “বিনোদিনী না কর চাতুরীপনা। ভাঁড়িয়া আমারে হিয়ার মাঝারে লইয়া যাইছ সোনা।। নিবেদন করি শুনল সুন্দরি সহজে তোমরা ধনি। দধি ঘৃত দেখি যাহ বিলাইয়া তবে সে মহিমা জানি।।” “গোয়ালা-ধরম রাখিতে গোধন ফিরহ গহন বনে। পথে লাগি পায়্যা পর নারী লয়্যা সাধ করিয়াছ মনে।। নাগর নাগরী রসের চাতুরী শুনি সখীগণ হাসে। অনুগা হইতে সাধ লাগে চিতে কহয়ে […] keyboard_arrow_right
  • হোর দেখ না ঝুলন রঙ্গ
    হোর দেখ না ঝুলন রঙ্গ। মন্দ বেগেতে দোলিতে দোলিতে অলস দুহুঁক অঙ্গ।। ইষত মুদিত আধ উদিত দুহুঁ ঢুলু ঢুলু আঁখি। আধ বিকসিত কমলে যৈছন মিলল ভ্রমর পাখী।। জৃম্ভা উদগতি সৌরভে উমতি অলিকুল তহিঁ আসি। হেরি মুখ ভ্রম ভেল নীল হেম কমল বিমল শশী।। হিন্দোলা উপরি সুগীত-মাধুরী ঊর্দ্ধ্বপথ আচ্ছাদিয়া। ঝুলনার ঝোঁকে অলি ঝাঁকে ঝাঁকে সুস্বরে ফিরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ