তোড়ইতে কুসুম চলল যব রাই।
নাগর বাহু পসারল তথি যাই।।
সুবদনি গরবিনি হিয়ে অভিলাষ।
ঝূটহি কাঁদল তাহে মৃদু হাস।।
অসূয়াদি ভাবে ভরল সব অঙ্গ।
জলদ অরুণ দিঠি কতহুঁ বিভঙ্গ।।
হেরয়ে কোই জনি ভয় ভেল তায়।
ভাঙ-বিভঙ্গ রোখে পুন চায়।।
ইহ কিলকিঞ্চিত-ভূষিত গোরি।
কানু পটাঞ্চলে ধরই বিভোরি।।
পদ আধ চলই চলই নাহি পার।
ইহ যদুনন্দন কহ রস সার।।