• কহে পঞ্চজন–শুনহ রাজন
    কহে পঞ্চজন– “শুনহ রাজন, এক নিবেদন আছে। তোমার নন্দিনী সঙ্গে একজন নিরবধি থাকে কাছে।। দেবের নিঘাত হৈয়াছিল অঙ্গে এবে জানি কোন দোষ। যমুনাতে স্নান করাহ যতনে ঘুচুক দেবের রোষ।। এক তীর্থ হয় পতিত-পাবনী করিলে তাহাতে স্নান। সব দোষ ঘুচে তবে অন্ন রুচে ইহাতে নাহিক আন।।” তবে সহচরী রসের নাগরী রসময় ধনী আগি।। চলিতে গমন মন্থর […] keyboard_arrow_right
  • কহে পঞ্চজন শুনহ রাজন্‌
    কহে পঞ্চজন ”শুনহ রাজন্‌ এক নিবেদন আছে। তোমার নন্দিনী সঙ্গে একজন নিরবধি থাকে কাছে।। দেবের নির্ঘাত হয়েছিল অঙ্গে এবে জানি কোন দোষ। যমুনাতে স্নান করাহ যতনে ঘুচুক দেবের রোষ।। এক তীর্থ হয় পতিত পাবনী করিলে তাহাতে স্নান। যত দোষ ঘুচে তবে অন্ন রুচে ইহাতে নাহিক আন।।” তবে সহচরী এক সঙ্গে দিল যমুনা সিনান লাগি। চলে […] keyboard_arrow_right
  • কহে বসুমতি- শুন প্রাণপতি
    কহে বসুমতি– “শুন প্রাণপতি, অসুর প্রবল বড়ি। ব্রহ্মার জতেক সৃষ্টি আদি করি সকল করএ ডেড়ি।। যজ্ঞ দান ব্রত আর কত শত সৃজন করএ বাদ। সিংহ বিনে আন নাহি জানে কেন পুরএ সিংহের নাদ।। তপ ছাড়ি জোগী হইয়া বিয়োগী কানন ছাড়িয়া ধাএ । দুষ্ট কংস হর্ষে বুলএ ফিরিয়া দেখে মহাভয়ে পাএ ।। অসুরের ভয়ে জাই রসাতলে […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মরম কথা
    কাহারে কহিব মরম কথা। উগারিতে নারি হিয়ার বেথা। যে হয় ব্যথিত তাহারে কই । মরম-বেদনা কহিল এই।। ঘরে পরে হল্য কলঙ্ক সারা। তনু তেয়াগিব এমতি ধারা।। কেন বা চাহিল কালিয়া পানে। হিয়া জর জর মরম স্থানে।। কে এত সহিব বিষম তাপ। জলে গিয়া দিব দারুণ ঝাঁপ ।। ননদী-বচনে কুশের কাঁটা। চণ্ডীদাস কহে বিষম লেঠা।। keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেম-বারি। ধরিয়া গোপাল-করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমঙ্গল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মুরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। “কে অরা করিবে খেলা হইয়া বালক মেলা কারে দিব […] keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেমবারি। ধরিয়া গোপাল করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমণ্ডল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মূরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। কে আর করিবে খেলা হইয়া বালক মেলা কারে […] keyboard_arrow_right
  • নবীন নাগরী নবীন লোরেতে
    নবীন নাগরী নবীন লোরেতে দেখিতে নাহিক পায়। নীরস বচন নাহিক কখন মতিকে কেমন ভায়।। নব নব রামা না ফেল পাথারে নাহিক আপন কেহ। না জানি পীরিতি না জানি কি রীতি কেবল সুঁপিল দেহ।। নয়নে নয়ন মিলিল যে দিন সে দিনে আছিলে ভালে। নাগরী আগরি যমুনা নাগর সেই সে কদম্বতলে।। নানা রঙ্গ তথা নানা রস-কথা আন […] keyboard_arrow_right
  • নবীন নাগরী নবীন লোরেতে
    নবীন নাগরী নবীন লোরেতে দেখিতে নাহিক পায়। নীরস বচন নাহিক কখন মতিকে কেমন ভায়।। নব নব রামা না ফেল পাথারে নাহিক আপন কেহ। না জানি পীরিতি না জানি কি রীতি কেবল সুঁপিল দেহ।। নয়নে নয়ন মিলিল যে দিন সে দিনে আছিলে ভালে। নাগরী আগরি যমুনা নাগর সেই সে কদম্বতলে।। নানা রঙ্গ তথা নানা রসকথা আন […] keyboard_arrow_right
  • পুন বলরাম রোহিণী-নন্দন
    পুন বলরাম রোহিণী-নন্দন ধরিল ধবল কায়া। হল কাঁধে করি আনন্দে মগন করিল বাজির ছায়া।। পুন তা ত্যজিয়া বৌদ্ধ-অবতার হইল মূরতি তিন। জগন্নাথ আর ভগ্নী সহোদরা সুভদ্রা তাহাতে চিন।। বলরাম পুন হইল তখন দেখে বৃকভানু রাজে। দেখিয়া মূরতি পরম পীরিতি পাওল সে সভামাঝে।। পুন তা ত্যজিয়া কল্কি-অবতার ধরেন মূরতি কায়া। অশ্বের উপরে ধরি দুইকরে সংহার অনুপ […] keyboard_arrow_right
  • পুনঃ বলরাম রোহিণী-নন্দন
    পুনঃ বলরাম রোহিণী-নন্দন ধরিল ধবল কায়া। হল কাঁধে করি আনন্দে মগন করিল বাজির ছায়া।। পুনঃ তা তেজিয়া বৌদ্ধ অবতার হইল মূরতি তিন। জগন্নাথ আর ভগ্নী সহোদর সুভদ্রা তাহাতে চিহ্ন।। বলরাম পুনঃ হইলা তখন দেখি বৃকভানু রাজে। দেখিয়া মূরতি পরম পিরিতি পাওল সে সভামাঝে।। পুনঃ তা তেজিয়া কল্কী অবতার ধরেন মূরতি কায়া। অশ্বের উপরে ধরি দুইকরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ