কাহারে কহিব মরম কথা।
উগারিতে নারি হিয়ার বেথা।
যে হয় ব্যথিত তাহারে কই ।
মরম-বেদনা কহিল এই।।
ঘরে পরে হল্য কলঙ্ক সারা।
তনু তেয়াগিব এমতি ধারা।।
কেন বা চাহিল কালিয়া পানে।
হিয়া জর জর মরম স্থানে।।
কে এত সহিব বিষম তাপ।
জলে গিয়া দিব দারুণ ঝাঁপ ।।
ননদী-বচনে কুশের কাঁটা।
চণ্ডীদাস কহে বিষম লেঠা।।