নবীন নাগরী নবীন লোরেতে
দেখিতে নাহিক পায়।
নীরস বচন নাহিক কখন
মতিকে কেমন ভায়।।
নব নব রামা না ফেল পাথারে
নাহিক আপন কেহ।
না জানি পীরিতি না জানি কি রীতি
কেবল সুঁপিল দেহ।।
নয়নে নয়ন মিলিল যে দিন
সে দিনে আছিলে ভালে।
নাগরী আগরি যমুনা নাগর
সেই সে কদম্বতলে।।
নানা রঙ্গ তথা নানা রসকথা
আন আন ছলে কয়া।
নীর আনি ছলে নানা বেশ ধরি
কহিমু বদন চেয়া।।
নাগরীর প্রেম পাসর কেমন
কেমন তোমার প্রীতি।
নাহি গণ এবে সে সব আরতি
চণ্ডীদাস কহে রীতি।।