দুঃখ বিনে আর সুখ হইল না।
দুঃখের কপাল, গেল না চিরকাল, ঘটিল জঞ্জাল আমার কি যন্ত্রণা ।
জ্বলে প্রেমাগুণে, দুঃখ উঠে মনে, এ ত্রিভুবনে ঔষধ মিলে না।
ঔষধ জানিলে, দেও তোরা বলে, কোথায় গেল ঐ কেলো সোনা।
ওই কালার কারণে, নিশি জাগরণে, আকুল প্রাণে করি ভাবনা।
তারে পাব কোথা, বলিব ব্যথা, ঠুকিয়ে মাথা করি কাঁদনা।
দেখিয়া তারে, যাই যদি মরে, মিটিয়া যাবে আমার মনের বাসনা।
না দেখিয়া যদি পরাণ অভিজান এই ঘোষণা।
না পাইয়া খবর, হিয়া ঝরঝর কাঁদিতেছে অন্তর তোর যাতনা।
দেখিতে আশা মন ছিল ভরসা, পাগল দুর্বিনশায় বিধি দিল না।