দুখ তো ঠাঁই বিনে কা ঠাঁই কই শ্যামকে লাগাল পাইলাম না গো সই।।
শ্যাম যদি হইত মাথার চুল উচ্চা করি বান্ধতু খোঁপা বেড়াইতাম গোকুল।।
এগো কাঙ্খের কলস ভূমিত থইয়া তোমার বানে চাইয়া রই।।
কালা তোমার বানে চাইয়া রই।।
আর মুরশিদ মজাইদ চান্দে বলইন
সই শ্যাম বান্ধা রাই-প্রেমের মাঝে আর যাইবায় কই।।
এগো এক সঙ্গে দুই অঙ্গ হইয়ে রাই-রূপে লুকাইয়া রই।।
কালা রাই-রূপে লুকাইয়া রই।।