• তুই আমারে পাগল করিলায় রে
    তুই আমারে পাগল করিলায় রে অনাথের নাথ গৌর রে। আর পাগল করিলায় গৌর ও গৌর দেওয়ানা বানাইলে। ওরে অকূলীরে কুল দিয়া আমারে ভাসাইলায় রে।। আর সর্প হইয়া কামড় মারে রে ও গৌর,উঝা হইয়া ঝাড়ে। ওরে ঝাড়িতে না লামে বিষ বিষে উজান ধরে রে।। আর কোনু সাপে মাইল কামড় রে ও গৌর, সর্বঅঙ্গ জ্বারে। আরে ওই […] keyboard_arrow_right
  • দুখ তো ঠাঁই বিনে কা ঠাঁই
    দুখ তো ঠাঁই বিনে কা ঠাঁই কই শ্যামকে লাগাল পাইলাম না গো সই।। শ্যাম যদি হইত মাথার চুল উচ্চা করি বান্ধতু খোঁপা বেড়াইতাম গোকুল।। এগো কাঙ্খের কলস ভূমিত থইয়া তোমার বানে চাইয়া রই।। কালা তোমার বানে চাইয়া রই।। আর মুরশিদ মজাইদ চান্দে বলইন সই শ্যাম বান্ধা রাই-প্রেমের মাঝে আর যাইবায় কই।। এগো এক সঙ্গে দুই […] keyboard_arrow_right
  • বন্ধু আমার নয়নের ধার গো কালা
    বন্ধু আমার নয়নের ধার গো কালা, আমার নয়নের ধার।। আর পূর্বে দিয়া উঠে চান্দ ঘর বইয়া দেখি।। বেহুঁশ হইয়া ঘুমাই রইলে নয়ানে না দেখি গো।। আর আগে যদি জানতাম বন্ধুরে যাইবায় রে ছাড়িয়া অভাগিণী না যাইতাম নিন্দে গো।। আর কইন মুরশিদ মজাইদ চান্দে ধিয়ানে ধিয়ানে ধিয়ানে আছইন মুরশিদ পবনে মিলান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ