তুই আমারে পাগল করিলায় রে অনাথের নাথ গৌর রে। আর পাগল করিলায় গৌর ও গৌর দেওয়ানা বানাইলে। ওরে অকূলীরে কুল দিয়া আমারে ভাসাইলায় রে।। আর সর্প হইয়া কামড় মারে রে ও গৌর,উঝা হইয়া ঝাড়ে। ওরে ঝাড়িতে না লামে বিষ বিষে উজান ধরে রে।। আর কোনু সাপে মাইল কামড় রে ও গৌর, সর্বঅঙ্গ জ্বারে। আরে ওই […]
keyboard_arrow_right