কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
দর দর বহে প্রেম-বারি।
ধরিয়া গোপাল-করে কাতর হইয়া বলে
দুই বাহু ধরিয়া পসারি।।
শ্রীমুখমঙ্গল দেখি তাহাতে নয়ন রাখি
পড়ে রাণী মুরছিত হয়ে।
যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে
গোপী রহে চাঁদমুখ চেয়ে।।
গোপের রমণীগণ সবে হৈয়া একমন
ধূলায় ধূসর কলেবর।
“কে অরা করিবে খেলা হইয়া বালক মেলা
কারে দিব ছেনা ননী সর।।
কে আর যাইয়া ঘরে মহটা লইয়া করে
এ সর নবনী দিব মুখে।
এ সব ছাড়িয়ে মায় কোথারে যাইতে চায়
মায়ের অন্তরে দিতে দুখে।।
কহে কত নন্দঘোষ কারে কত দিব দোষ,
আমার করম হীন বড়ি।
‘নয়ন ছাড়িয়া গেলে ‘কি কাল জীবনে’–বলে
উচিত মরতে হয় ভারি।।”
নন্দ বলে –“শুন রাণি এই মনে অনুমানি
চল যাব বাহির হইয়া।
কিবা আছে ঘরে সাধ ঘুচিল সেদিন বাদ”
চণ্ডীদাস পড়ে মূরছিয়া।।