বন্ধুরে মোর পথিক বন্ধু, কইও গিয়া শ্যামচান্দের লাগল পাইলে
আমায় আশা দিয়ে আইনে কুঞ্জে কেন সে চইলে গেল
ও আমার কি দোষ দেখিয়া শ্যাম পায়েতে দলিলে।।
সকাল থেকে বসে বসে এবে সাঁঝ হইয়ে আসে
চারিদিক হইল ঘোর অন্ধকার চোখে কিছু না ভাসে,
ওরে তবু না আইল শ্যাম আর ফিরে দেখা না দিলে
এই দুঃখ মোর বলব কারে ভাসি আঁখির জলে।।
আগে যদি জানতাম রে বন্ধু তোর পরাণ এত পাষাণ
প্রেম কইরিয়ে দিবে ফাঁকি ওরে নিদয় পাষাণ
ওরে, প্রেম পিঞ্জিরে পুইরে, দুহাতে বাঁধিয়ে রাখতাম তোরে গলে
আমার কিসে যে কি হইল হায়রে (মোর) এই ছিল কপালে।।