কহে বসুমতি– “শুন প্রাণপতি,
অসুর প্রবল বড়ি।
ব্রহ্মার জতেক সৃষ্টি আদি করি
সকল করএ ডেড়ি।।
যজ্ঞ দান ব্রত আর কত শত
সৃজন করএ বাদ।
সিংহ বিনে আন নাহি জানে কেন
পুরএ সিংহের নাদ।।
তপ ছাড়ি জোগী হইয়া বিয়োগী
কানন ছাড়িয়া ধাএ ।
দুষ্ট কংস হর্ষে বুলএ ফিরিয়া
দেখে মহাভয়ে পাএ ।।
অসুরের ভয়ে জাই রসাতলে
শুনহ গোলোক হরি।
রাখ, প্রাণনাথ, জে হয় উচিত
এই নিবেদন করি।।
তুমি দীনবন্ধু করুণার সিন্ধু
অগতিগতির পার।
তুমি পরাৎপর দিন নিশি কাল
খেচর-মুরতি সার।।
তুমি আদি অন্ত আকাশ-মণ্ডল
তোমাতে নাটক-ছায়া।
নিশানিশী জত কালমূর্ত্তি জত
তোমাতে পশিআ মায়া।।
তুমি চন্দ্র সূর্য্য অনাদি পুরুষ
আকার মণ্ডলা কায়া।
তব লোম-কূপে যাওয়া আসা করে
কোটি ব্রহ্মাণ্ড-ছায়া।।
তুমি সে সৃজন– পুরুষ-ভূষণ
তুমি সে দেবের মূল।”
চণ্ডিদাসে বলে– “তার অবহেলে
অতি দুঃখ কর দূর।।”