পুন বলরাম রোহিণী-নন্দন
ধরিল ধবল কায়া।
হল কাঁধে করি আনন্দে মগন
করিল বাজির ছায়া।।
পুন তা ত্যজিয়া বৌদ্ধ-অবতার
হইল মূরতি তিন।
জগন্নাথ আর ভগ্নী সহোদরা
সুভদ্রা তাহাতে চিন।।
বলরাম পুন হইল তখন
দেখে বৃকভানু রাজে।
দেখিয়া মূরতি পরম পীরিতি
পাওল সে সভামাঝে।।
পুন তা ত্যজিয়া কল্কি-অবতার
ধরেন মূরতি কায়া।
অশ্বের উপরে ধরি দুইকরে
সংহার অনুপ ছায়া।।
নানা অবতার করিল সত্বর
দেখিয়া মোহিত মন।
দশ অবতার ভেদ দেখাইল
দ্বিজ চণ্ডীদাস গান।।