• গুরু দুরু বঞ্চউ উজোর চন্দ
    গুরু দুরু বঞ্চউ উজোর চন্দ। দুরজন-নয়ন পদহি পদ ফন্দ।। ঐছে অতি দুরতর পন্থ সঞ্চার। ততহিঁ কলাবতি চলু অভিসার কি কহব মাধব প্রেমক রীত তুয়া অনুরাগিণি ত্রিভুবন জীত।। যাহা ধনি বাধসে ভাঙ ধুনান। সাধসে ধাওয়ে কতহুঁ পাঁচবাণ।। সো তোহে কুঞ্জে মিলল নিরবাধ। গোবিন্দদাস কহ পূরল সাধ।। keyboard_arrow_right
  • শয়নমন্দিরে হাম শুতিয়া আছিলুঁ
    শয়নমন্দিরে হাম শুতিয়া আছিলুঁ। নিশির স্বপনে আজি গৌরঙ্গ দেখিলুঁ।। সেই হৈতে প্রাণ পোড়ে শুন গো সজনি। গোরারূপ মনে পড়ে দিবস রজনী।। গোরা গোরা করি সখি কি হৈল অন্তরে। বসন ভিজিল মোর নয়নের লোরে।। আলসে অবশ গা ধরণে না যায়। গোরাভাব মনে করি বাসু ঘোষ গায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ