“সেই কথা সব মনে পড়ি গেল শুন বলরাম দাদা। যশোদা-পিরীতি কত না কহিব মরমে মরমে বাধা।। তাথে ভেল মোহ আকুল হইয়া কতি না পড়ল বাঁশী। কতি গেল দূরে পায়ের নপুর আপনি অবশ বাঁশী।। কহিল তোমারে মরম বেদন শুন হলধর ভাই।” শুনি হলধর হইল কাতর মনেতে পড়ল তাই।। “অনেক করল লালন পালন এমন করয়ে কেবা । […]
keyboard_arrow_right