মধুকর-রঞ্জিত-মালতি-মণ্ডিত- জিত-ঘন-কুঞ্চিত-কেশং। তিলক-বিনিন্দিত-শশধর-রূপক যুবতি-মনোহর বেশং।। সখি কলয় গৌরমুদারং। নিন্দিত-হাটক-কান্তি-কলেবর- গর্ব্বিত-মারক-মারং।।ধ্রু।। মধু-মধুর-স্মিত-লোভিত-তনুভৃত- মনুপম-ভাব-বিলাসং। নিজ-নব-রাগ-বিমোহিত মানস- বিকথিত-গদ্গদ-ভাষং।। পরমাকিঞ্চন-কিঞ্চন-নরগণ- করুণা-বিতরণশীলং। ক্ষোভিত-দুর্মতি-রাধামোহন- নামক-নিরুপম-লীলং।।
keyboard_arrow_right