• ‘শ্যাম শ্যাম’-বলি সদা শ্যাম হেরি
    ‘শ্যাম শ্যাম’-বলি সদা শ্যাম হেরি সকল সঁপিল শ্যামে। শ্যাম পরিবাদ সকল গোকুল এ তনু সঁপিনু শ্যামে।। সব তেয়াগিনু শ্যামের কারণে সবাই করিল সারা। শ্যাম-কলঙ্কিণী শবদ উঠিল তাহার এমন ধারা।। সহিতে সহিতে যে সব কারণ শুনিতে পরাণ ফাটে। শঙ্খবণিকের করাত যেমন এদিক ওদিক কাটে।। শরণ যে লয়ে শীতল চরণে সে জন এমন দশা। সাধ ছিল মনে […] keyboard_arrow_right
  • এ কথা শুনিঞা হাসিআ শ্রীহরি
    এ কথা শুনিঞা হাসিআ শ্রীহরি কহিতে লাগল শুনি। “ইহার উপায় রচিব সকল নিজস্থানে জাহ তুমি।” ধরণীরে তুসি বৈকণ্ঠ-ইশ্বর ছাড়িআ নিশ্বাষ নাসা। তাহে উপজিল এক নিরমল রূপসী সুন্দরী পাসা।। অতি অনুপাম ভুবন-ভুবন নাহিক তোলনা দিতে। লাখবান সোনা তপত বরণা দেব বিদ্যাধরী জিতে।। নয়ন খঞ্জন ওষ্ঠ রাতাসম দশন কুন্দের কলি। তাহাই দেখিআ ফুলের ভরমে উড়িআ পড়িছে অলি।। […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    ”শুন ধনী রাধা রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে।। দেখিতে সুন্দর সোণার বরণ উত্তম সোণার ফুল। রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নহি বাস গন্ধ তার বা ঐছন রীত। নির্গুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত।। তাল ফল যেন […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    “শুন ধনী রাধা, রূপের গরব না কর আমার পাশে। গুণ নাহি যার কিবা রূপ তার সে রূপ গুনি যে কিসে।। দেখিতে সুন্দর সোনার বরণ যেমন সোণের ফুল। রূপ আছে তার গুণ নাহি আর ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নাহিক সুগন্ধ তাহার ঐছন রীতে। নির্গুণে কি করে, গুণকে আদরে বুঝহ আপন চিতে।। তালফল যেন দেখিতে […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনী উপমা দিয়াছ
    ”শুন গোয়ালিনী উপমা দিয়াছ কংসের আরতিপনা। ছাওয়াল বেলাতে পুতনা বধিল তার রীত আছে জানা।। কি করিতে পারে তোর কংস রাজা পুতনা বধিল যবে । তারে কি দেখাসি যোগানী বলিয়া তাহারে বধিব করে।।” চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি অমিয়া রসের সার। দুঁহু রসসিন্ধু দানছলা রস অপার মহিমা সার।। keyboard_arrow_right
  • শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
    শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি সকল সঁপিল শ্যামে। শ্যাম পরিবাদ সকল গোকুল এ তনু সঁপিনু শ্যামে।। সব তেয়াগিনু শ্যামের কারণে সবাই করিল সারা। শ্যাম কলঙ্কিনী শবদ উঠিল তাহার এমন ধারা।। সহিতে সহিতে সে সব কারণ শুনিতে পরাণ ফাটে। শঙ্খবণিকের করাত যেমন ও দিক্‌ ও দিক্‌ কাটে।। শরণ যে লয়ে শীতল চরণে সে জন এমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ