• জয় নন্দ নন্দন পরম কারণ
    জয় নন্দ নন্দন পরম কারণ গোপ বধুজন মোহিতে। বরণ চিক্কণ জিনি নবঘন পীত অম্বর শোভিতে।। চরণ যুগল অরুণ মণ্ডল বাজন নূপুর বাজিতে। যুগ্ম কর পর মুরলী সুন্দর বিম্বাধর পুট রাজিতে।। চারু কপোল কুটিল কুন্তল শ্রবণে কুণ্ডল দোলিতে।। লোচন অম্বুজ বাণ মনসিজ চিত্ত কুলবতি লোলিতে।। ভাঙু ভঙ্গিম চূড়া চন্দ্রিম বদন বধুবর খণ্ডিতে। দাস হরেকৃষ্ণ পরম আনন্দ […] keyboard_arrow_right
  • জয়তি জয় বৃখভানু নন্দিনী
    জয়তি জয় বৃখভানু নন্দিনী নন্দনন্দন মোহিতা। রূপ অদভূত বরণ বিদ্যুত নীল অম্বর শোভীতা।। সিংহ জিনি মাঝ বদন দ্বিজ রাজ দশন মোতিম পাঁতিয়া। জিনী ইন্দীবর নয়ন যুগল বিম্ব অধরক ভাঁতিয়া।। ভাঙু যুগ জনু পঞ্চশর ধনু নাসা তিলফুল রঞ্জিয়া। অলকা কুন্তল ভ্রমর বেড়ল উড়ি ফিরে যৈছে গঞ্জিয়া।। অমিয়া ভাষণ অপাঙ্গ ঈক্ষণ নন্দ সুত সুখ কাঞ্চনি। চরণ যুগল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ