• অতি আনা গোনা বিষম বাজনা
    অতি আনা গোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত।। অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল গণক কহল মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।। কাঁদে গোপীগণ […] keyboard_arrow_right
  • অতি আনাগোনা বিষম বাজনা
    অতি আনাগোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত। “অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি! নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল, গণক কহল, মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।।” কাঁদে গোপীগণ হইয়া […] keyboard_arrow_right
  • কি শুনি কি শুনি দারুণ বচন
    কি শুনি কি শুনি দারুণ বচন যেনক বাজল শেল। বুকে পশি গসি(?) মরম ভেদিয়া পিঠে পার হৈয়া গেল।। যেমন হরিণী বিন্ধল বেয়াধি লইয়া ধেনুক শর। আচম্বিতে বাজে পড়ে বনমাঝে খাইয়া বিষম শর।। তেমন ধাওল হরিণীর প্রায় সে জন চৌদিকে চায়। কাষ্ঠের পুথলি রহে দাঁড়াইয়া চিত্তের কায়ার প্রায়।। কেহ বলে কোথা হইতে আইল অক্রূর কহিয়া নাম। […] keyboard_arrow_right
  • খেলাএ জাদব লবনি মাগএ
    খেলাএ জাদব লবনি মাগএ মাএর পানেতে চায়্যা। “দেহ দেহ” — বলে অতি কুতু(হলে) * * * * দেন রায়্যা।। “আর দেস নুনি, জসদা জননি, কি কর মথন বেরি। দেহ নুনি সর ভরি দুটি কর খাইয়ে * * * * * ।।” * থন করিয়া দণ্ড পাএ ঠেলি ভাঙ্গে ভাণ্ড দুগ্ধ গড়ি জায় চারূপাসে। “একি একি” […] keyboard_arrow_right
  • ঠালল রমণ ঠমকে বৈঠল
    ঠালল রমণ ঠমকে বৈঠল ঠারা ঠারি করে তারা। ঠাট করি রথ ঠেলা ঠেলি যত ঠালিল রমণ সারা।। ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে। ঠকের ঠাকুর ঠকমকি সারা ঠাকুর বলিয়ে তারে। ঠাকুর হইলে ঠাকুরালি পনা ঠমক সে জন করে।। ঠকাইয়া এবে ঠমকে যাইবে ঠানিল গোপের রামা। ঠার নাহি চিতে অবলা বধিতে ঠারে ঠেলিব তোমা।। ঠানিল মরণ […] keyboard_arrow_right
  • ঠালল রমণ ঠমকে বৈঠল
    ঠালল রমণ ঠমকে বৈঠল ঠারা ঠারি করে তা’রা। ঠাট করি রথ ঠেলা ঠেলি যত ঠালিল রমণ সারা।। ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে। ঠকের ঠাকুর ঠকমকি সারা ঠাকুর বলিয়ে তারে। ঠাকুর হইলে ঠাকুরালি পনা ঠমক সেজন করে।। ঠকাইয়া এবে ঠমকে যাইবে ঠানিল গোপের রামা। ঠার নাহি চিতে অবলা বধিতে ঠারে ঠেলিব তোমা।। ঠানিল মরণ ঠাকুর […] keyboard_arrow_right
  • ডাহিনে শৃগালী ডাকে একজনা
    ডাহিনে শৃগালী ডাকে একজনা ডাহিনে কাটিয়া যাব। ডর পেয়ে মনে অশুভ দেখিয়া ডরে ডরাইয়া রব।। ডোর দিলে ঘরে ডোর দিলে পরে ডাগর হইল বাণী। ডরে ডরাইয়া ডরেতে ডরিয়া ডাহিন নাহিক গণি।। ডারিলে দরিয়া ডহর দেখিয়া পড়িল সকল জলে। ডোর দিলে বড়ি অতি তড়াবড়ি এমন কে জন জানে।। ডাগর দেখিয়া বামেতে ডারিয়া ডাগর কদম্ব ফুল। ডগ […] keyboard_arrow_right
  • ডাহিনে শৃগালী ডাকে এক জনা
    ডাহিনে শৃগালী ডাকে এক জনা ডাহিনে কাটিয়া যাব। ডর পেয়ে মনে অশুভ দেখিয়া ডরে ডরাইয়া রব।। ডোর দিলে ঘরে ডোর দিলে পরে ডাগর হইল বাণী। ডরে ডরাইয়া ডরেতে ডরিয়া ডাহিন নাহিক গণি।। ডারিলে দরিয়া ডহর দেখিয়া পড়িল সকল জলে। ডোর দিলে বড়ি অতি তড়াবড়ি এমন কে জন জানে।। ডাগর দেখিয়া বামেতে ডারিয়া ডাগর কদম্ব ফুল। […] keyboard_arrow_right
  • তবে কেন প্রীত বাড়াইলে হিত
    “তবে কেন প্রীত বাড়াইলে হিত গোপের বালক সনে। পরিণামে এত করিবে বেকত ইহা বা কে জন জানে।। যদি বা জানথু স্বপন-ইঙ্গিতে নিদান হইবে তুমি। বাদিয়ার ঘরে গিয়া কুতূহলে গরল ভখিথু আমি।। এ সব কেমনে পাসরিব মনে তোমার পীরিতি-লীলা। যবে পড়ে মনে সে রস-মাধুরী গলিত মানয়ে শিলা।। দেখ মনে ভাবি বালক-সংহতি ক্রীড়াতে বঞ্চিল নিশি। ধেনু বনে […] keyboard_arrow_right
  • তবে কেন প্রীত বাড়াইলে হিত
    তবে কেন প্রীত বাড়াইলে হিত গোপের বালক সনে। পরিণামে এত করিবে বেকত ইহা বা কে জন জানে।। যদি বা জানিথু স্বপন ইঙ্গিতে নিদান হইবে তুমি। বাদিয়ার ঘরে গিয়া কুতূহলে গরল ভখিথু আমি।। এ সব কেমনে পাসরিব মনে তোমার পীরিতি-লীলা। যবে পড়ে মনে সে রস-মাধুরী গলিত মানয়ে শিলা।। দেখ মনে ভাবি বালক সংহতি ক্রীড়াতে বঞ্চিলে নিশি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ