• দেখিয়া রাধার দশা উপজিল
    দেখিয়া রাধার দশা উপজিল উঠিল বিরহজ্বালা। দশমী দশার এ সব লক্ষণ দেখিয়ে বিষম বালা।। কোন নবরামা কহে রাধা পাশে রথ আরোহণে শ্যাম। গোকুল প্রবেশি আওল তুরিতে শুনি কিছু হয়ে জ্ঞান।। চমকি চমকি মিলিত নয়ন চাহেন সদয় গৌরী। করে কর ধরি কোন নবরামা মুখেতে ঢারয়ে বারি।। ক্ষেণেক চেতন পাইল কিশোরী চকিত নয়নে চায়। সোনার পুথলি যেন […] keyboard_arrow_right
  • দেখিয়া রাধার দশা উপজিল
    দেখিয়া রাধার দশা উপজিল উঠিল বিরহ-জ্বালা। দশমী দশার এ সব লক্ষণ দেখি যে বিষম বালা।। কোন নব রামা কহে রাধা-পাশে “রথ আরোহণে শ্যাম। গোকুল প্রবেশি আওল তুরিতে”– শুনি কিছু হয়ে জ্ঞান ।। চমকি চমকি মিলিত নয়ন চাহেন সদায় গৌরী। করে কর ধরি কোন নবরামা মুখেতে ঢারয়ে বারি।। ক্ষেণেক চেতন পাইল কিশোরী চকিতে নয়নে চায়। সোনার […] keyboard_arrow_right
  • সারি সারি মনোহারী নব ব্রজবালা
    সারি সারি মনোহারী নব ব্রজবালা।। ধ্রু।। বেঢ়ল গৌরাঙ্গী সব যশোদানন্দন। বিদ্যুতের মালা যৈছে মেঘ সন্নিধান।। শ্রীগোকুল সুধাকর সঙ্গে সুধাময়ী। প্রেম-জ্যোৎস্না ঝলমল কোটীন্দু-বিজয়ী।। বলয়া নূপুর মণি কিঙ্কিণীর বোল। মধ্যে মধ্যে সুমিলিত মুরলী উজোর।। রাজহাট মাঝে যে পতাকা শশধরে। কোকিলা কোটাল হইয়া জাগায় কামেরে রাস হাট গোপিকার পসরা যৌবন। গ্রাহক তাহাতে ভেল মদনমোহন।। কোন গোপী কৃষ্ণ সঙ্গে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ