• (যব) ঋতুপতি নব পরবেশ
    (যব) ঋতুপতি নব পরবেশ। তব তুহুঁ ছোড়লি দেশ।। তাহে যত বিবিধ বিলাপ। কহইতে হৃদি মাহা তাপ।। তবধরি বাউরি ভেল। গিরিষ সময় বহি গেল।। বরিষা ভেল চারি মাস। না ছিল জিবন অভিলাষ।। তাহে যত পাওল দূখ। কহইতে বিদরয়ে বুক।। শারদে নিরমল চন্দ। তাক জিবন লেই দন্দ।। পুরবক রাসবিলাস। সোঙারিতে না বহয়ে শ্বাস।। হীম শিশিরে বহু শীত। […] keyboard_arrow_right
  • অগরু চন্দন চূয়া দিব কার গায়
    অগরু চন্দন চূয়া দিব কার গায়। পিয়া বিনু মোর হিয়া ফাটিয়া যে যায়।। তাম্বুল কর্পূর আমি দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। কার অঙ্গপরশে শীতল হবে দেহা। কান্দিয়া পোহাব কত নাহি ছুটে লেহা।। কোন দেশে গেল পিয়া মোরে পরিহরি। তুমি যদি বল সখি বিষ খেয়ে মরি।। পিয়ার চূড়ার ফুল গলায় গাঁথিয়া। জ্বালহ […] keyboard_arrow_right
  • অগুরু চন্দন চুয়া দিব কার গায়
    অগুরু চন্দন চুয়া দিব কার গায়। পিয়া বিনু হিয়া মোর ফাটিয়া না যায়।। তাম্বূল কর্পূর আমি দিব কার মুখে। রজনী বঞ্চিব আমি কারে লয়া সুখে।। কার অঙ্গ পরশে শীতল হবে দেহা। কান্দিয়া গোঙাব কত নাহি টুটে লেহা।। কোন্ দেশে গেল পিয়া মোরে পরিহরি। তুমি যদি বল সই বিষ খাইয়া মরি।। পিয়ার চূড়ার ফুল গলায় গাঁথিব। […] keyboard_arrow_right
  • অগুরু চন্দন চূয়া দিব কার গায়
    “অগুরু চন্দন চূয়া দিব কার গায়। পিয়া বিনু মোর হিয়া ফাটিয়া যায়।। তাম্বূল কর্পূর আমি দিব কার মুখে । রজনী বঞ্চিব হাম করে নয়ে সুখে।। কার অঙ্গ পরশে শীতল হবে দেহা। কান্দিয়া পোহাব কত নাহি ছুটে লেহা।। কোন্‌ দেশে গেল পিয়া মোরে পরিহরি। তুমি যদি বল সখি, বিষ খেয়ে মরি।। পিয়ান চূড়ার ফুল গলায় গাঁথিয়া। […] keyboard_arrow_right
  • অঙ্গনে বসিয়া নীল-মণি করে খেলা
    অঙ্গনে বসিয়া নীল-মণি করে খেলা। আসিয়া মিলিলা যত ব্রজকুল বালা। নবীন-নাগরী সবে একত্র হইয়া। যশোদারে কহে কত মিনতি করিয়া।। কভু নাহি দেখি তোমার কানুর নাচন। নাচাও এক-বার দেখি ভরিয়া নয়ন। যশোমতী বোলে শুন ব্রজ-গোপীগণ। আপন ইচ্ছায় কৃষ্ণ নাচিবে এখন।। খীর ননী লৈয়া গোপালের দেহ করে। নাচিবে গোপাল দেখি তোমা সভাকারে।। গৃহ-কর্ম্ম তেজি রাণী গোপাল নাচায়। […] keyboard_arrow_right
  • অচিরে পূরব আশ
    অচিরে পূরব আশ। বন্ধুয়া মীলিব পাশ।। হিয়া জুড়াইব মোর। করিবে আপন কোর।। অধর-অমৃত দিয়া। প্রাণদান দিবে পিয়া।। পুলকে পূরব অঙ্গ। পাইয়া তাহার সঙ্গ।। ছলছল দু নয়ানে। চাহিব বদন পানে।। কিছু গদগদ স্বরে। এ দুখ কহিব তারে।। শুনিয়া দুখের কথা। মরমে পাইবে বেথা।। করিবে পিরীতি যত। জ্ঞান তা কহিবে কত।। keyboard_arrow_right
  • অচৈতন্য শ্রীচৈতন্য সার্ব্বভৌম ঘরে
    অচৈতন্য শ্রীচৈতন্য সার্ব্বভৌম ঘরে। গোপীনাথ পাশে বসি পদসেবা করে।। সার্ব্বভৌম প্রভুমুখ আছে নিরখিয়া। ইনি কোন্ বস্তু কিছু না পায় ভাবিয়া।। নরসিংহরূপ প্রভুর দেখে একবার। বটুক বামনরূপ দেখে পুনর্ব্বর।। পুন দেখে মৎস্য কূর্ম্ম বরাহ আকার।। পুন ভৃগুরাম হস্তে ভীষণ কুঠার।। দুর্ব্বাদলশ্যামরূপ দেখয়ে কখন। কখন মুরলীধর নীরদ বরণ।। এ সব দেখিয়া তাঁর সন্দেহ ঘুচিল। ষড়ভুজরূপে প্রভু উঠি […] keyboard_arrow_right
  • অতি শীতল মলয়ানিল
    অতি শীতল মলয়ানিল মন্দ-মন্দ-বহনা। হরি-বৈমুখ হমারি অঙ্গ মদনানলে দহনা।। কোকিলা-কুল কুহু কুহরই অলি ঝঙ্করু কুসুমে। হরি লালসে তনু তেজব পাওব আন-জনমে।। সব সঙ্গিনি ঘিরি বিঠলি গাওত হরি-নামে। যৈখনে শুনে তৈখনে উঠে নব-রাগিণি গানে।। ললিতা কোরে করি বৈঠত বিশাখা ধরে নাটিয়া। শশিশেখরে কহে গোচরে যাওত জিউ ফাটিয়া।। keyboard_arrow_right
  • অতিশয় ছরম ঘরমযুত দুহুঁ তনু
    অতিশয় ছরম ঘরমযুত দুহুঁ তনু দোলা করল সুধীর। শ্রীরতিমঞ্জরি চামর করে ধরি মৃদু মৃদু করত সমীর।। ললিতাদিক সখি হেরি সুধামুখি কুসুমহি করল নিছাই। দোলা সঞে তব রাই উতারল কুসুমাসন পর লাই।। রাই বামে করি বৈঠল নাগর দাসীগণ করু সেবা। বাসিত জল উপহার আদি যত যাকর সেবন যেবা।। কর্পূর তাম্বুল বদনহি দেওল তৈখনে সময়ে যোগাই। উদ্ধব […] keyboard_arrow_right
  • অনুনয় করইতে অবগতি না কর
    অনুনয় করইতে অবগতি না কর না বুঝিয়ে অন্তর তোর। কুটিল নেহারি গারি যব দেয়বি তরহি ইন্দ্রপদ মোর।। মানিনি অব কি করব দুরদিনে। মনমথগরল গুরুয়া হিয়ে বাঢ়ল তোহারি পরশরস বিনে।।ধ্রু।। অনুগত জানি পাণি পসারিয়ে বিপদে বুঝিয়ে উপকার। তব হাম জনম সফল করি মানিয়ে জগতে রহয়ে যশভার।। সময় জানি অব কোপ নিবারহ বেরি এক কর অবধানে। জ্ঞানদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ