অতিশয় ছরম ঘরমযুত দুহুঁ তনু
দোলা করল সুধীর।
শ্রীরতিমঞ্জরি চামর করে ধরি
মৃদু মৃদু করত সমীর।।
ললিতাদিক সখি হেরি সুধামুখি
কুসুমহি করল নিছাই।
দোলা সঞে তব রাই উতারল
কুসুমাসন পর লাই।।
রাই বামে করি বৈঠল নাগর
দাসীগণ করু সেবা।
বাসিত জল উপহার আদি যত
যাকর সেবন যেবা।।
কর্পূর তাম্বুল বদনহি দেওল
তৈখনে সময়ে যোগাই।
উদ্ধব দাস করত পদ সেবন
সখিগণ ইঙ্গিত পাই।।