অপরূপ রাধা মাধব সঙ্গে। বৃন্দারচিত বিপিনে দুহুঁ বিলসয়ে করে কর ধরি কত রঙ্গে।। ললিতানন্দদা কুঞ্জে যাই দুহুঁ বৈঠল সহচরি মেলি। ক্ষণ এক রহি পুন মদন-সুখদা নামে কুঞ্জহি সখি সহ মেলি।। চিত্রাসুখদা কুঞ্জে পুন ভ্রমি ভ্রমি চলু চম্পকলতাকুঞ্জে। সুদেবি রঙ্গদেবিকুঞ্জে যাই দুহুঁ করু কত আনন্দ পুঞ্জে।। পূর্ণইন্দুসুখদা নামে কুঞ্জহি তহিঁ কত কৌতুক কেল। তুঙ্গবিদ্যা সখিকুঞ্জক হেরইতে […]
keyboard_arrow_right