অপরাহ্নে দিবাশেষে কৃষ্ণ গোষ্ঠে পরবেশে
বটুস্থানে সূর্য্যের প্রসাদ।
সখাগণ কাঢ়ি খায় কত বা কৌতুক তায়
বলরামের আনন্দ উন্মাদ।।
এথা রাধা সখী সহে আইলা আপন গৃহে
উপহার করি কৈলা স্নান।
তবে নানা বেশ করি চঢ়ে অট্টালিকা পরি
কৃষ্ণপথে অর্পিয়া নয়ান।।
তবে কৃষ্ণ বেণু পূরি গোগণ একত্র করি
সখা সঙ্গে গৃহে আগমন।
পথে রাইসন্দর্শন করিয়া আনন্দমন
চলি গেলা আপন ভবন।।
যশোমতী কৃষ্ণ পইয়া চান্দমুখ নিরখিয়া
নিছিয়া লইলা রাম কানু।
এ দাস উদ্ধব ভণে ঘরে গেল সখাগণে
গোষ্ঠে প্রবেশ কৈল ধেনু।।