কদম্বের বনে থাকে কোন জনে
কেমন শবদ আসি।
এ কি আচম্বিতে শ্রবণের পথে
মরমে রহিল পশি।।
সান্ধাঞা মরমে ঘুচাঞা ধরমে
করিল পাগলী পারা।
চিত থির নহে সোয়াস্থ্য না রহে
নয়নে বহয়ে ধারা।।
কি জানি কেমন সেই কোন জন
এমন শবদ করে।
না দেখি তাহারে হৃদয় বিদরে
রহিতে না পারি ঘরে।।
পরাণ না ধরে ধকধক করে
রহে দরশন আশে।
যবহুঁ দেখিবে পরাণ পাইবে
কহয়ে উদ্ধব দাসে।।