অঙ্গনে বসিয়া নীল-মণি করে খেলা।
আসিয়া মিলিলা যত ব্রজকুল বালা।
নবীন-নাগরী সবে একত্র হইয়া।
যশোদারে কহে কত মিনতি করিয়া।।
কভু নাহি দেখি তোমার কানুর নাচন।
নাচাও এক-বার দেখি ভরিয়া নয়ন।
যশোমতী বোলে শুন ব্রজ-গোপীগণ।
আপন ইচ্ছায় কৃষ্ণ নাচিবে এখন।।
খীর ননী লৈয়া গোপালের দেহ করে।
নাচিবে গোপাল দেখি তোমা সভাকারে।।
গৃহ-কর্ম্ম তেজি রাণী গোপাল নাচায়।
যদুনাথ দাস তছু পদ-যুগে গায়।।